কসমেটিকস ইন্ডাস্ট্রি একটি বৈচিত্র্যময় এবং ক্রমবর্ধমান বাজার যা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের দৈনন্দিন রূপচর্চার অংশ। নানা ধরনের কসমেটিক পণ্য থাকলেও, কিছু প্রোডাক্ট এতটাই জনপ্রিয় যে তা প্রতিদিনের জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। আজকের এই টপিকের মাধ্যমে আমরা আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় কসমেটিক্স আইটেমগুলো সম্পর্কে আলোচনা করব।
বিশ্বের বিভিন্ন দেশে ছেলে এবং মেয়ে উভয়ই সমানতালে কসমেটিক্স পণ্য ব্যবহার করলেও আমাদের দেশের মানুষদের ক্ষেত্রে এমনটি লক্ষ্য করা যায় না। আমাদের দেশে পুরুষের তুলনায় নারীরা অধিক হারে কসমেটিক্স পণ্য ব্যবহার করে থাকেন।
জনপ্রিয় কসমেটিক্স সমূহ
জনপ্রিয় যেসব কসমেটিক্স পণ্য রয়েছে সেগুলোর মধ্যে বেশ কিছু বিভাগ বা বিভাজন রয়েছে। বিভাজন অনুসারে বিশ্লেষণ করলে দেখা যায় যে নারীরা সবচেয়ে বেশি স্কিন কেয়ার পণ্য ব্যবহার করে থাকেন। আর স্কিন কেয়ার এর পরবর্তী স্থান দখল করে আছে- হেয়ার কেয়ার। আর তৃতীয় স্থান দখল করে আছে বডি কেয়ার।
স্কিন কেয়ার
স্কিন কেয়ার পণ্যসসমূহগুলোর দিখে নজর দিলে এটিকে আবার ২ টি ভাগে ভাগ করা যায়। আর এই ২ টি ভাগ হলো:
১- রেগুলার বেসিস ও
২- সাজসজ্জা বেসিস
রেগুলার বেসিস
রেগুলার বেসিস বা প্রাত্যহিক জীবনে যে সকল কসমেটিক পণ্য বেশি ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো - নানান ধরনের স্নো ( ফেয়ার এন্ড লাভলী , পন্ডস ক্রিম ইত্যাদি)। এছাড়াও পরবর্তী স্থানে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ফেসওয়াশ।
অর্থাৎ প্রাত্যহিক জীবনে ব্যবহারযোগ্য মুখের ক্রিমগুলো রেগুলার বেসিস ব্যবহার করা হয়। এর মধ্যে আবার অন্যতম জনপ্রিয় ক্রিম হচ্ছে নাইট ক্রিম। যা ত্বক ফর্সাকারী ক্রিম হিসেবে পরিচিত। আর এটি বেশিরভাগ নারী তাদের চেহারা সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করে থাকেন।
সাজসজ্জা বেসিস
সাজসজ্জা বেসিস ব্যবহার করা হয় কালার কসমেটিক্স। যার মধ্যে রয়েছে - আইলাইনার, মাশকরা, কাজল, লিপিস্টিক, ফাউন্ডেশন, ব্লাশন, হাইলাইটার, ফেইস-পাউডার ইত্যাদি।
বেশিরভাগ নারীরা যা মূলত কোন অনুষ্ঠান বা প্রোগ্রামে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। তবে এর মধ্যে অনেকেই রয়েছেন যারা যারা সস্তায় কবে পছন্দ করেন তারা এটি রেগুলার বেসিসও ব্যবহার করেন।
হেয়ার কেয়ার
মাথায় বা চুলে ব্যবহার করার জন্য যে সকল কসমেটিক্স পণ্য ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে হেয়ার কেয়ার। এক্ষেত্রে বেশিরভাগ মানুষ চুল পড়া রোধের জন্য যে সকল তেল রয়েছে সেগুলো অধিক হারে ক্রয় করে থাকেন।
চুল পড়া রোধে বিভিন্ন ধরনের ই-ক্যাপসুল রয়েছে। যা বিভিন্ন মানুষ চুল পড়া কমাতে তেলের সাথে মিশ্রণ করে ব্যবহার করে থাকেন।
পরিশেষে
অবশেষে বলা যায় যে, উপরে উল্লেখিত বিষয়াদি ছাড়াও আরো অনেক কসমেটিক্স পণ্য রয়েছে যেগুলোকে জনপ্রিয় কসমেটিক্স আইটেম হিসেবে বিবেচনা করা যায়।
নারীদের কানের দুল, গলার চেইন, চুড়ি, গলার সেট ইত্যাদি আইটেমগুলোও জনপ্রিয়তার তালিকায় রয়েছে।